তুমি বরং আকাশটা নাও!
কিছু নীলচে মেঘ, সন্ধ্যাতারা,
সন্ধ্যার আলো জ্বলে উঠুক চাঁদের আলোয়
জানালার কার্নিশ ঘেসে ঘরটা ডুবুক জোৎস্নায়!
চকোর নেমে বসুক বেলকুনিতে,
চাঁদের গল্প হাতে!
তুমি বরং বিকালটা নাও!
গোধুলির রং, সোনালী মথুরা- স্কারলেট ম্যাকাও
ঘামে ভেঁজা শার্টে ছুটে আসব তোমার কাছে,
তোমার জন্য নিয়ে আসব অর্কিড ফুলের তোরা!
তোমার পাশে বসব, বিট লবন আর
বাদামের খোসা হাতে,
অনিকেত প্রান্তরে!
তুমি বরং সকালটা নাও!
ভালোবাসা নেমে আসা ভোর, মিষ্টি আলো,
এক গুচ্ছ শিশির ভেঁজা ঘাঁসফুল- তুমি ছুঁড়ে দাও,
মৌরিফুলও দিতে পারো!
চারদিকে প্রতিধ্বনি দিয়ে স্নিগ্ধ হাতের ছোঁয়ায়
ভোরের ঘুম ভেঙে দিতে-আমার প্রতিটি সকাল
তুমি নিতে পারো!
তুমি বরং পরের জন্মটা নাও!
স্বপ্নগুলো নেমে আসুক তোমার দুয়ারে,
সে তোমারে ভালোবাসুক আমার মতো করে!
শুধু আমায় তুমি এই জন্মটা দাও!
খুব করে চাই-এই জন্মই তোমায় পাবো!
আমি না হয় আমার মতো ভালোবাসব, কেমন?