প্রেমের জন্য কতো গোলাপকে আলগা করেছি
তার সঙ্গিনীর কাছ থেকে
কতো গোলাপকে কাঁদিয়েছি
তার ইয়ত্তা নেই,
মায়া হয়নি, দরদ হয়নি,
প্রেম হবে বলে
ভালোলাগার মানুষকে দিয়েছি
তবু প্রেম হলো না।
কবিতার সাথে সখ্যতা সেই দিন
আমার দ্বারায় প্রেম হবে বুঝলাম যে দিন,
ছন্দ মিলিয়ে দু চারটি লাইন লিখি
কবিতায় যা বুঝাতে চেয়েছি
সেই ভাব আর কবিতায় ফুটে উঠে নি,
অবশেষে চোখ পড়ল ফেসবুকে
সেখানে তো প্রেমের কবিতার ছড়াছড়ি
কবিতার দু চারটি লাইন চুরি করে
ভালোলাগার মানুষকে বললাম
তোমার জন্যেই আমার নির্ঘুম রাতের কবিতাখানি,
অবশেষে ধন্যবাদ ছাড়া কোনো জবাব পাইনি।
ভালোবাসা হবে এই ভেবে হাল ছাড়িনি
সেলুনে মুখের চামড়ায় ঘষাঘষি
রাত্রিতে সঙ্গি থাকে প্রাণের আড়শি
সকালে বিকালে নিয়মিত করি জিম
দেখতে যেন শরীর দেখায় স্লিম,
অনেক সাধনার পরে হলাম স্লিম।
সাহস করে ভলোলাগার মানুষের সামনে দাড়ালাম
ভাবলাম এইবার বুঝি প্রেম হবে
না দাড়াতেই বলল জলদি সাইড হন
এই রকম স্লিম লাইনে অনেকজন,
অবশেষে প্রাণের আড়শি
নিছক ক্ষোভের কারণে হলো বলি
ভাঙ্গা কাচে নিজের বিমর্ষ চেহারা দেখি,
কারণ আশায় বুক বেধেছিলাম
প্রেম করবো সঙ্গোপনে নির্জনে
প্রেম আশা থমকে গেল
প্রেম প্রস্তাব প্রত্যাখানে।