আমার দেহ নাই
মন নাই, স্থান নাই
সময় না্ই,
যুগে যুগে কাল পেরিয়ে
মানুষের মাঝে আমার বসবাস।
তবে মানুষরূপে পশুর মাঝে নয়,
আমি অন্যায় দেখে ধিক্কার জানাই,
দুঃখী মানুষের পাশে
সহাবস্থান জানাই,
যখন রুখে দাড়াতে পারি না
অসায়ত্বে নিজে সমর্পিত হই
তখন অশ্রুজল ফেলাই,
সম্পর্ক ভাঙ্গনের মাঝে
সেতু তৈরী করি,
একটা সুন্দর সুশোভিত
ধরনীর সন্ধান করি।
এত কিছু আমি একাই করি
তাহলে কে এই আমি?
হ্যা আমি বিবেক,
আমার নাম বিবেক।
আমি তোমাদেরই বন্ধু
তোমাদেরই স্বজ্জন,
যুগে যুগে কাল পেরিয়ে
মানুষের মাঝেই আমার বসবাস।