ও সোনা মা রাগ করেছো, খাওনি বুঝি তাই?
এসো তুলতুলে গাল ললাটে হাজার চুমু খাই।

আবার বুঝি মা বকেছেন, বলো আমায় শুনি
ধমকে দিবো তোমার মাকে, হাসো সোনামনি।

পেঁচার মতো মুখ বানিয়ে থেকোনা দুষ্টু বুড়ি,
কথা দিলাম কিনে দেবো খেলনা ফিতা চুড়ি।

রাগ কমেনি চাঁদের কণা, হাসলে লাগে মিষ্টি,
ঘোড়া হলাম চড়ে বসো, যাই হেলেদুলে ছুটি।

সত্যি বাবা কি যে মজা! তোমার জুড়ি নাই,
মা পঁচা বকে সদা, দাও তোমার বুকে ঠাঁই।

আয় বুকে জুড়াই প্রাণ, খোদার সেরা দান,
মায়ের কথা শুনলে পাবে আদর অফুরান।