মা কোরবানি দিবোনা বাবায়?
- নারে বাজান গরিবরার
কোরবানি দেওন লাগে না।
দুই বেলার খাওন জোটাইতে
খাইট্যা মরতাছে তোর বাপে।
এইবার ঈদেও কি তাইলে-
গোস্ত খাইতে পারুম না মা?
কাঁন্দিছ না মানিক বুকে আয়
গরিবের ভাগ জুটলে খাইছ।
তয় পেলাস্টিকের ঠোঙ্গা লইয়া
দ্বারে দ্বারে হাত পাতিছ না,
শরমে মইরা যামু কইলাম।
তুমি আইছো, পোলায় কান্তাছে...
- আড়াল থাইক্যা বেবাকতা হুনছি,
গরিবের কপাল লইয়্যা জন্মাইছে,
কষ্টে অসহায় বাপের চোহে
পানি আইলে মুছবো ক্যাডা কও!
বছরে তাও এক দিন বকরি ঈদে
কত মাইনষের ভাইগ্যে জুটবোনা
গরু ছাগলের এক টুকরা গোস্ত।
আহারে দুঃখে কইল্জাডা ফাইট্টা
কাঁন্দন আহে নিজে অপারগ বইলা!
মাবুদ সামর্থ্য দেও, নইলে সইতে,
তুমি ছাড়া কারো কাছে যেন্
আমগো হাত পাতন না লাগে।