ভালোবাসাহীন পোড়া এই অন্তর
তপ্ত বালুকাময়, ধূসর মরু প্রান্তর।।

জীবন সাহারায় সুখ যে মরীচিকা
সীমাহীন কষ্টের, নীলাভ তেপান্তর।।

কাটে না দুঃখের এ ঘোর অমানিশা
ধরণীর কেউ নই, তাই মেলেনা দিশা।

হেরে গেছি বুঝি আমি জীবন যুদ্ধে
আশা জেগে তাই, নিভে যায় নিরন্তর।।