বাবার ভালোবাসা,
অপ্রকাশিত এক উপন্যাস।

বাবার হৃদয়ে খরা,
চৌচির জমিনের আর্তনাদ।

চাহিদার জোগানে,
এক পশলা বৃষ্টির সজীবতা।

চিবুকের কোণে,
ক্ষণিক মৃদু মমতাময় হাসি।

অব্যক্ত স্নেহার্দ্রতা,
জোটে বিনিময়হীন কষ্টভোগ।