হৃদয় সাগরে বান উঠেছে
প্রেম রসে থৈ থৈ,
মানছে না সে কোন বাঁধা আজি
পড়ুক যতই হৈ চৈ ।
সে নদের তীরে ছুঁই ছুঁই রস
জোঁয়ারের অভিলাষী,
কোথা আছে চাঁদ ? নেই যেন কষ--
হতে চাই বানভাসি ।
অন্তর আজ উথলিত বেগে
প্রেম প্রেম সেথা রব,
দুর্গম পথ রবে নাকো হেথা
সুগম করব সব ।
এ প্রেমের গতি তিব্র সে অতি
অঘটন সেথা স্বাভাবিক,
হিতাহিত ধ্যান ভঙ্গ হোল যেন
সাধারণ মতে ধি্ক ।
মন পাখি আজ হৃদয় খুঁজেছে
হৃদ পাখি সে যে মুক্ত,
কেমনে আসিবে জোঁয়ার এ নদে
কোন সোনামনি হবে যুক্ত...???
মনে ভাঁটা পরে পরে শুষ্ক হৃদয়
ফেঁটে ফেঁটে চৌচির,
তাই মুখ্য জোঁয়ার দিতে পারে হেথা
মন দুর্ভিক্ষের ক্ষীর ।
চলে এসো প্রিয়ে ছিঁড়ে সব বাঁধা-
হয়ে যাও আজ মোর,
আজ রঙিন স্বপনে একাকার হই
জ্বালিয়ে প্রেমের ঘোর ।
দুটি দেহপ্রাণ আজ ঠেলে দূরে লাজ
চলো হারাই প্রেমের প্লাবনে,
ত্রিভুবনে আজ হবে প্রলয়-ভুকম্প,বাজ-
দুজনের মহামিলনে ।।