তোর মস্তকে আমার হাত-
প্রিয়ভাই শ্রীজাত;
লিখে যা তুই মনের মত করে,
বিদ্রোহ আবেগ আগলে ধরে;
প্রতিভা কি আর সবার থাকে ?
নিন্দুকেরা তো চিরকালই বকে ।
পুলিশের ভয় ? কোর্ট কাচারি –
সবেতেই আমার নজরদারি;
প্রাণ খুলে লেখ ত্রিশূল গেল-
আরও তেত্রিশ কোটি পড়ে রইল ।
তোর মস্তকে আমার হাত-
সোনাভাই শ্রীজাত;
এক এক করে ধরে নে সব
বাদ না যায় কুশ ও লব ;
লিখে যা তুই মুখোশ খুলে-
মত প্রকাশের অধিকার বলে ।
যত খুশি লেখ হিন্দু নিয়ে, দেব দেবীদের ঠোক-
যোগী-সন্ন্যাসী ভণ্ড সাধু আসল ধার্মিক হুজুর লোক;
দুজনের এতো মন মিল তাই তো দুজনই কবি-
চুলোয় যাক না ধর্ম মোদের নিরপেক্ষ সদা ভাবি ।
তাই তো বলি লিখবি না তুই অন্য ধর্ম নিয়ে,
জঙ্গি মঙ্গি শব্দ গুলো মাথা থেকে ফেল ঝেড়ে;
মন্দির মিশন এসবের থাকবি সদা পিছু-
মসজিদ মাদ্রাসা নিয়ে লিখিস যদি কিছু...
তোর মস্তকে পদাঘাত-
বজ্জাত শ্রীজাত ।