তোমাতে লজ্জার কি...???


তোমার দেহ-মাঠ, সে তো আমার ক্রীড়া ভূমি,
তোমার সুউচ্চ ভূমি, ভক্তি ভরে সততই  চুমি;
তোমার ফসলের মাঠ, সে মাঠের আমিই কৃষাণ,
তোমার মরুভুমি মন-কেন হলে এতটা পাষাণ ?

তোমাতে লজ্জার কি...???


তোমার বহুমুখী জলাশয়, আমি নির্ভীক জেলে,
তোমার সকল খেলার মাঠে একাই যাব খেলে;
তোমার মরু ধূ ধূ প্রান্তর,আমি কণ্টকিত ক্যাকটাস,
তোমার উত্তপ্ত শ্মশান, আমি অর্ধমৃত লাশ ।

তোমাতে লজ্জার কি...???


তোমার আবৃত  মন, আমি অনাবৃত বস্ত্র,
তোমার বিধংসী রণক্ষেত্র,আমার ধারালো অস্ত্র;
তোমার উন্নত ফসল, আমি উৎকৃষ্ট চাষি,
তোমার বক্ষে মহাপ্লাবন, আমি বানভাসি ।

তোমাতে লজ্জার কি...???


তোমার নগ্ন চোখ , আমার যদিও আবৃত তন,
তোমার আঁধার প্রাঙ্গন, আমার আলোকিত ক্ষণ;
তোমার গুপ্ত রাজ্য, আমি দৃশ্যমান রাজা,
তোমার সুপ্ত ধন , আমি ধনশালী মহারাজা ।

তোমাতে লজ্জার কি...???


তোমার নির্লজ্জ চোখ , আমার নির্লজ্জ দেহ,
তোমার নির্লজ্জ মুখ, আমাধিক নির্লজ্জ বক্তা নয় কেহ ;
তোমার নির্লজ্জ সর্বাঙ্গ , আমার নির্লজ্জ আঁখি,
তোমার নির্লজ্জ আকাশ , আমি উলঙ্গ পাখি ।

তোমাতে লজ্জার কি...???