মিরাক্কেলের বাল্যকালে হাসির সেরা ঠাট্টা শুনে,
মনটা হল পাগল পারা দীন অর্থকড়ি ছাড়া;
তবুও মোদের যেতে হবে আট ও গেল আঙ্গুল গুনে-
ন’য়ে কি তবে পরশ মনি স্বাপ্নিল মঞ্চ দেবে ধরা...???
এমনি করে সময় কাটে জোকস বানাতে মাথা চাপে,
মাথার মাঝে একই নেশা চুমুক চলে চায়ের কাপে;
মজার মজার কৌতুক দিয়ে হস্তলিপি তৈরি করে-
হাজির হলাম অডিশনে দেশপ্রিয় পার্কের ধারে ।
গিয়ে দেখি ওমা সে কি একগাদা লোকে ঠাসা,
যেন নিদ্রা ভেঙ্গে সকাল বেলা পুজো প্যান্ডেল দেখতে আসা ;
লোকের ভিড়ে হারিয়ে গেলাম দিন যেন কাটে লাইনে বসে-
পাঁচশো চুয়াত্তর নম্বর এলো সকাল বেলায় গিয়ে জোসে ।
অংশীদার কে বউ সাজাতে কেটে গেলো একটা ঘণ্টা,
তখন বাজে সন্ধে সাতটা বেরোয় যেন মোদের প্রাণটা;
ফাটিয়ে দিলাম অডিশনে শত-শতাংশ প্রদান করে,
গ্রুমিং এ ডাক না পেলে জানবো ওঁরা লবি করে ।
খুশি হল বিচারকেরা অবাক হয়েছিল দুজন,
সবাই যেথায় দ্রুত বেরোয় আমারা নিলাম অনেকটা ক্ষণ;
তবু যদি ডাক না পাই ভাগ্য তবে সঙ্গতে নাই,
সবার কাছে আশীর্বাদ চাই অন্য কিছু চাওয়ার নাই ।
ক্ষুদ্র আসা কৌতুক করে ক্ষণতরে দুঃখ ঘোচাই,
বিষণ্ণতায় জগৎ-বাসীর মনটা যখন পুড়ে হয় ছাই;
যদি সবার কষ্টের মাঝে এক চিলতে হাঁসি দেই-
তবে কি এটা বড্ড বাজে ? সবাই বললে গুটিয়ে নেই ।।