সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করেছে জগতে,
মেতেছে কুৎসিত মানুষ নিধন যজ্ঞে,
মানুষের লোহিত তরল দর্শনই-
যাদের আত্মাকে করে তৃপ্ত ।

প্রতীয়মান হতে পারে এঁরা রক্তচোষা,
নির্মম,পাষাণ,অনৈতিক এমন কি
তাঁদের জিনের মধ্যেই বিরাজমান-
হিংস্র পশুদের মত রক্ত-তৃষা ।

কিন্তু যে মহান, মানব-প্রেমী,ক্ষমাপ্রবন,
নৈতিকতার দৃষ্টান্ত - রাষ্ট্র বলে বিবেচিত-
সেই রাষ্ট্র কি করে
স্বীয় নৈতিকতা হারিয়ে ওই বর্বরদের
নিজের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টায়
সঠিক মানবে পরিনত না করে হত্যা করে
ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে...???
এটা কি তবে বর্বরতা নয়...???

হ্যাঁ তাঁরা হত্যা করেছে সহস্রাধিক-
শিশু,বালক-বালিকা,বৃদ্ধ-বৃদ্ধা-
শ্লীলতাহানি করেছে অনেক যুবতির,মহিলার,
সমাজকে করেছে-মাতৃহারা,পিতৃহারা,
সন্তানহারা, এমনকি স্বজনহারা--
আর এতটাও তো সত্যি তাঁরা একদিন নিষ্পাপই এসেছিল-
এই ধরণীতে এক ক্রন্দনরত-
নবজাতক শিশুর বেশে ।

তবে কে বা কারা তাঁকে সন্ত্রাসী করেছে...???
কে বানিয়েছে তাঁদের খুনি,ধর্ষক...???
তাঁর বেড়ে ওঠা সমাজ আর সমাজ ব্যাবস্থা—
আর এটা তো রাষ্ট্রেরই অঙ্গ-  তাই নয় কি...???
তবে-- কেন কেন কেন...???
যে রাষ্ট্র তাঁদের দোষী বানিয়েছে, সেই রাষ্ট্র-
তাঁদের দোষ খণ্ডন করে নির্দোষ করে সমাজে
বাঁচাতে না পেরে নিজের হাতেই
হত্যা করল...???

কে করবে তবে এই রাষ্ট্রের বিচার...???
সকল গুণীজনকে এই প্রশ্ন রেখে গেলাম—


যে সন্ত্রাসীকে ফাঁসী দেয় কোন রাষ্ট্র,
সে যে মারাত্মক কর্মকাণ্ডে যুক্ত,
তাঁর তত্ত্বাবধানে যে অপশিক্ষা-কুশিক্ষা---
ফাঁসী যদি কারো প্রাপ্য হয়,
তবে সে তো একমাত্র
এই অপশিক্ষার-ই প্রাপ্য ।

আর তারপরে ও যদি মনে হয়-
যে রাষ্ট্র তো বলেনি অপশিক্ষা গ্রহণ করতে,
তবে রাষ্ট্রদ্রোহী এমন বাক্য কেন...???

প্রত্যুত্তর,-
তবে রাষ্ট্র কেন এমন নতুন
দৃষ্টান্তমূলক শাস্তি প্রস্তুত করছে না-
যেটা ফাঁসীর চেয়ে অনেক অনেক ভয়ানক
বহুগুণ হিংস্র...???
যাতে কেঁপে ওঠে সাড়া বিশ্ব-ব্রহ্মাণ্ড-
ভয়ে কুশিক্ষা দাতারাও আর এমন শিক্ষা দিতে সাহস না পেয়ে
পালাবে লেজ গুটিয়ে---

এত কিছুর  পরেও কি তবে-
রাষ্ট্র দোষী  নয়...???
যদি কোন কুখ্যাত সন্ত্রাসীদের তাঁর প্রাপ্য
শাস্তিই দিতে ব্যর্থ হয়, তবে এমন পাষণ্ডদের-
সৃষ্টি করে কেন...???
জেলে ঢুকে অপরাধী মুচকি হেসে যদি
আরামপ্রদ জীবন কাঁটায়-
তবে এ ধিক্কার তো রাষ্ট্রেরই প্রাপ্য—
এ ধিক্কার তো রাষ্ট্রেরই-শিথিল শাসন ব্যাবস্থার-
তাই নয় কি...???

সুষ্ঠু, স্বাভাবিক মানব জীবনের অস্তিত্বের
মূল কেন্দ্রবিন্দুতে-সুগঠিত রাষ্ট্র-ব্যবস্থা
অত্যাবশ্যক-নয় কি...???