শৈশব আর কৈশোর করে অতিক্রম,
মনাকাশে আগমন শত মতিভ্রম;
এই সেই খ্যাতনামা যৌবন যাপন,
প্রেমাবেগ ক্ষণে ক্ষণে হয় যে আপন।
মানব-মানবী করে টান অনুভব,
বিপরীত মনুগণে প্রেম বুঝি সব;
ভালবাসা-ভালোলাগা ক্ষণে ক্ষণে আসে,
হৃদয়ে প্রিয়ার ছবি প্রতিক্ষণে ভাসে।
এমনি সম্পর্কে বাঁধা পড়ে যাবে যবে-
মনে মনে সুপ্ত কবি পদ্য লিখে যাবে;
কাছে পেয়ে প্রিয়জন বল যত কথা,
থেকে যাবে বেশী বাকী পাবে মনে ব্যাথা।
যতবার দেখা হবে বল সব কথা,
তারপর অবশেষ কত আত্মগাঁথা;
তাইতো প্রিয়ার প্রতি গভীর নিশীথে,
খাতা-পেন নিয়ে হাতে গ্রীষ্ম কিংবা শীতে।
মনের হাজার কথা অব্যক্ত সে ভাষা,
কাগজ-পাতায় জমে মনে আনে আশা;
হাজারো মানেতে আর অভিমানে ভরা,
লেখনীর প্রতি ছত্রে সুখ-দুঃখ সারা।
এমনি লেখায় ভরা কাগজের পাতা,
ভালবাসার জীবন্ত দলিলের খাতা;
হাজার বছর ধরে এই সেই পত্র-
প্রেমিক-প্রেমিকা গাঁথা খ্যাত প্রেমপত্র।।