কোথা গেলে চলে আজ ছেড়ে দিয়ে মোরে,
বাংলার শাখা প্রশাখা সব কিছু ভরে ?
কবি গুরু রবি, দুখু কাজী নজরুল,
জীবনানন্দ, পাগল-প্রকৃতির হুল।
মনে পরে প্রতিক্ষণে আছ চিত্ত জুড়ে,
শরত-বঙ্কিম-জয় সুকুমার, ওরে-
কেন গিয়েছিলে মধু হেন সোনা ছেড়ে-
ফ্রান্সের বুকে সুদূর ভাসাই নগরে?
যৌবনের পদার্পণে ওষ্ঠাগত প্রান,
সুকান্ত তোমাকে পরে মনে অল্পপ্রান;
তোমার নিঃসৃত বানী দ্বিধাহীনে মানি,
আঠারো বছর সত্যি দুঃসহ তা জানি।
ঈশ্বরচন্দ্র,গোবিন্দ রেখেছ ছড়িয়ে,
উন্মত্ততা প্রতিক্ষণ আমার হৃদয়ে;
জসীমউদ্দিন পল্লীর প্রেমিক মহান-
সতত তোমায় স্মরি প্রকৃতিতে ম্লান।
অবনীন্দ্র,সুভাষ ও বাকি সবে মিলে-
রাখনি একটু ফাঁকা সাহিত্যের বিলে?
ভরে দিলে চেপে সবে সাহিত্যের ভাণ্ডার,
সমৃদ্ধি পেয়েছে তাই বিদ্যার সম্ভার।
যাওনিতো রেখে বাকি কি বা লিখি জেগে?
রিক্ত হস্তে যাই চলে শুভাশিস মেগে;
সবাইকে সারাক্ষণ কেঁদে করি মনে-
কি দোষে বঞ্চিত ভেবে যাই নিরজনে।।