ঋতুরঙ্গ মঞ্চে, রুদ্র গ্রীষ্ম তিরোভাব,
শ্যাম-গম্ভীর সুক্ষণে বর্ষা আবির্ভাব;
আষাঢ়-শ্রাবণ মিলে গণ্য বর্ষাকাল,
ধরিত্রীর পুণ্যস্নানে মেলে ধরে জাল ।
আষাঢ়ের মেঘোদয়ে শুভ নব যাত্রা,
শ্রাবনে অশ্রান্ত ধারা ছাড়ে পূর্ণ মাত্রা;
ভাদ্রে টিপ টিপ কিছু গতি মন্থরতা,
আশ্বিনের হিমেল বায়ু বিদায়ের বার্তা ।
উন্মাদ বরষা কালো মেঘ বক্ষ চিরে,
বাঁধ ভাঙ্গা জল ঢল ঝড় ঝড় ঝড়ে;
মেঘের মৃদঙ্গ বাজে গুরু গুরু রবে,
নয়নাভিরাম দৃশ্য কোথা পাবে কবে...???
কলধ্বনি-কলতান মেঘের গর্জন,
গ্রাম্য প্রকৃতির বুকে যৌবন বর্জন;
নুপুর নিক্কন নৃত্যে চপলাক্যতান-
পাল তুলে চলে নৌকা রূপৈশ্বর্য ম্লান ।
কদম্ব কেতকি ফোটে পূর্ণ করে ডালি,
কর্দম-পিচ্ছিল পথ সৌন্দর্যের বলী;
অনিন্দ-সুন্দরি কভু রুদ্র ভয়ঙ্করী,
শহরের রাস্তা ডুবি, দুর্ভিক্ষ ও মহামারী ।
তবুও প্রানের যোগ আত্মস্থ নিবিড়,
বাঙালির উৎসবে আনন্দে আবির;
অনন্ত অসীম ঋতু- মনিষীর বানী-
হর্ষ-বিষাদে মুখর সর্ব ঋতুরানী ।।