বাঁচার সাধ যে চাও দিতে বিসর্জন,
কেন মরবে কি সেটা ভেবেছ কখন ?
জীবন ধরেছ বাজী লাগি প্রিয়জন,
ভেবেছ কি সে তোমার কতটা আপন ?
আপন এতটা তুমি ভেবে চল যারে,
কতটুকু করে মনে দিবসে তোমারে ?
নিদ্রা বন্ধ, ভেবে যাকে থাক অনাহারে,
নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে দিব্যি খাদ্য সেরে।
মুল্যবান স্বীয় প্রান দেবে যার লাগি,
ধ্রুবকথা নিজ প্রান দিয়ে হবে ভাগি;
একা তবে কেন তুমি যেতে চাও চলে ?
তুমি মরে গেলে সেকি প্রান দেবে ঢেলে ?
এ জন্মে নাইবা পেলে ডেকে অতিপাশে ,
সহ্য-শক্তি, কর বৃদ্ধি মহানের ভূষে ;
দেখবে ঠিকই কাল কষ্ট দিয়ে শেষে-
কত দুঃখ যাবে সহে চির দুঃখী বেশে।
তোমায় দুঃখের পাঁকে ফেলে হবে সুখী,
প্রাণ বায়ু দেবে ছেড়ে হয়ে মহা দুখী;
শুভদিন আসিতেছে কষ্ট অবসান-
হাসি কান্না সুখ দুঃখ ভুবনে অম্লান ।
কাঁদতে আসলে ভবে কাঁদ ভরে মন,
সত্যি সত্যি আসবেই এমন জীবন ;
ক্রন্দন ধ্বনির সুর বদলাবে রূপ,
কান্না কাটি অপেক্ষান্তে হাসি অনুরূপ ।।