জন্মভূমির যা কিছু সবচেয়ে খাঁটি,
সর্ব মাঝে অগ্রগণ্য একমাত্র মাটি;
যে মাটির তুলনীয় সম্পূর্ণ বর্ণনা-
কদাচিৎ কিছু সনে চলেনা তুলনা ।
যে মাটির ধুলো মেখে আশৈশব দিনে,
কতশত খেলাধুলা করেছি সেখানে;
সে মাটির টানে আজ ফিরে আসি গৃহে,
সেই মাঠে পরি নেমে খেলার আগ্রহে ।
যে মাটিকে মনে হতো এ যে শুধু কাঁদা,
সে মাটি ছাড়ার পড়ে মন কাঁদে সদা;
যে মাটি মাখার তরে খেতে হতো বকা-
সেই মাটিহীনে আজ আমি বড় একা ।
যে মাটির ডোবা জলে ধরিয়াছি মাছ,
যে মাটির খালবিলে লাগে মম আঁশ-
সে মাটিকে ঠেলে ফেলে হয়েছি কাঙ্গাল,
সেই মাটিহীনে বাঁচা করেছে বাঙ্গাল ।
যে মাটির ফল খেয়ে হইয়াছি বড়,
যে মাটির শস্য হীনে প্রান মরো মরো;
সে মাটির স্পর্শ ছেড়ে মন অনাহারে,
সেই মাটির পরশ সদা খুঁজে ফেরে ।
এমন মধুর খনি যে মাটি অন্তরে,
সেই মাটি পদে ঠেলে কেন যাবে ছেড়ে ?
বহুরূপ মাটি পাবে দূরে দূরে চাও-
এ মাটির তুল্য মাটি বৃথা খুঁজে যাও ।।