আঠারো বছর ধরে ভালবাসা জমে,
মিলনের দিন খোঁজে জমে ছিল হীমে;
অবশেষে দিন আসে পরিনতি দানে,
এমন সুদিন যাবে কেবা নেবে মেনে ?


তাইতো রক্তের ক্ষয় নেই কারো ভয়-
এমন  মধুর    দিন করবেই  জয়;
এতদিন ধরে সেই অসীম প্রতীক্ষা,-
হাতে পেয়ে হাতছাড়া এ কেমন দীক্ষা ?


বহুদিন বহুকাল হয়ে গেছে গত,
মনকে এবার আর কেন করো ক্ষত ?
এনে দাও বীন সুরে মধুর সে রাত-
এতদিন কার লাগি জোর করি হাত ?


লজ্জা বাঁধা সব ভেঙ্গে আজ নিরুপায়,
বঁধুর কোমল দেহ ছুঁতে মন চায়;
অবশেষে এলো চলে ফুলশয্যা রাত,
মিলনের আহবানে বঁধু গায়ে হাত ।


পাশাপাশি কাছাকাছি দুটি দেহ মেশে,
চোখে-চোখ বুকে-বুক ঠোঁটে-ঠোঁট ঘেষে;
পঞ্চেন্দ্রিয় এই ক্ষণে সম ধ্যানে রত,
সুখ সব এলো কাছে ছিল ভবে যত ।


ক্ষণ যায় ক্ষণ যায় প্রেমাবেগ বহে,
মধুর এমন ক্ষণে কিছু কষ্ট সহে;
অবশেষে বারং বার ঘামের  ক্ষরণ-
আলিঙ্গনে দুটি প্রান করেছে বরন ।।