জোয়ার এসেছে বঙ্গে নবকিছু চাই,
প্রতিশোধ হিংসা নহে বদলানো চাই;
পৃথিবীর কোন দেশে বহুকাল ধরে,
একক নীতি বরনে গনতন্ত্র হরে ।
সীমাহীন আধিপত্যে স্বনায়কতন্ত্র,
গোটা পৃথিবীতে ছাড়ে দুর্নীতির মন্ত্র;
দীক্ষিত করে লোকের সমগ্র মস্তিস্কে,
মহান রীতিকে সবে ভোলে অনায়াসে ।
পৃথিবীর নাগরিক পাল্টায়ন চায়,
সরকার মোটে নহে স্বীয় অবস্থায়;
কুনীতি-দুর্নীতি সব বহুদূরে ঠেলে,
অবস্থা পরিবর্তন সবে মাগে ভালে ।
সাধারন জনগন জোটেনা আহার,
মুল্যবৃদ্ধি কর্মহীন দুর্ভিক্ষ পাহাড়;
কর্মসংস্থান আজও সঠিক তো নয়,
দিন দিন প্রতিদিন সভ্যতার ক্ষয় ।
কৃষকের চাষ জমি, শ্রমিকের কল,
সব কিছু ঠিক রেখে পাল্টায়ন বল;
পাল্টাতে চাইলে তবে করো এই জোরে,
গরীবের খালি পেটে লাথি নাহি পড়ে ।
ক্ষমতা পেয়েছ বলে ক্ষমতার বলে,
নব লঙ্কার নগরে রাবণ সাজিলে;-
এমন পরিবর্তনে সহস্র ধিক্কার,
দেশের কল্যাণ ব্রতে করো অঙ্গীকার ।।