এ খিদে মেটেনি আজও…
কোচিং এ অতিরিক্ত পড়ানোর কথা বলে,
শিক্ষক কেড়ে নিল তাঁর প্রান-প্রিয় ছাত্রী
রেনুকার - পুরো দ্বিপ্রহর ।
সিনেমা দেখাতে নিয়ে প্রিয়তম প্রেমিক-
ভালবাসার অধিকারে খেতে বাধ্য করল
প্রেমিকা লিপিকাকে-বিষধর ফনী ।
সমুদ্র দেখাতে দীঘায় বেড়াতে নিয়ে
পাশের বাড়ীর কাকু চুরি করল ত্রয়োদশ বর্ষী,
ভাইঝি মনিকার - দু-দুটো রাত ।
বউয়ের অবর্তমানে জামাইবাবু
চেটে-পুঁটে খেলো প্রিয় শালী চঞ্চলার-
সদ্য প্রস্ফুটিত নব যৌবন ।
তবুও রেনুকা কাতর স্বরে বলেছিল-
আমায় যেতে দিন-আপনি না
আমার মাস্টার-
লিপিকা বার বার বলেছিল আমার ভাললাগেনা
দয়া করে এসব করোনা, এসব করোনা-
কিন্তু কে শোনে কার কথা ?
কেঁদে কেঁদে মনিকা বলেছিল-
আমার খুব ব্যথা লাগে, আমি তো বড় হইনি কাকু-
নিরুপায় হয়ে ডুবে মরল মেয়েটা ।
হাত জোড় বলেছিল তোমায় শ্রদ্ধা করি,
ছাড়ো ছাড়ো-আমায় নষ্ট করো না-
নির্বাক-নিশ্চল হয়ে গেল চঞ্চলা ।
কিন্তু কেউ দিতে পারেনি কথার দাম-
এ এক সামাজিক ব্যাধি, নিত্যকাম-
এ এক চির অতৃপ্ত ক্ষুধা ।
এ খিদে মেটেনি আজও…!!!