খুব সকালে ঘুম ভেঙ্গে শুনি পাকিস্তানের রব,
ভারতমাতার চির শত্রুরা হয়েছে আজ সরব;
স্যাকুলার মোরা জাতিভেদ নেই নেইকো প্রভেদ লেশ-
দেশদ্রোহ বা যা কিছু ঘটুক হাততালি দেই বেশ ।
অশোক-চানক্যের স্বপ্নের ভূমি অখণ্ড ভারতে আজ,
গোটা কয়েক কুসন্তান নির্দ্বিধায় করে চলেছে রাজ;
স্যাকুলার মোরা সহিংস নই সংগ্রামী বলি ওদের-
পুরোদেশ টেনে-ছিঁড়ে খাওয়ার নেশা চেপেছে যাঁদের ।
দুঃসাহসী ওঁরা স্বাধীন ভূমিতে ওড়ায় নাপাক পতাকা,
জ্ঞানীগুনী জনে সমর্থন করে শিরে তুলে নাচে ঝাকানাকা;
স্যাকুলার মোরা সাধারন অতি শীতল রক্তে দেহগড়া,
মনেমনে মরি জ্বালা ওঠে তবু পারিনা বলতে কথা কড়া ।
খ্যাতি লভে ওঁরা দেশদ্রোহে দেশ বিদেশের খবরে,
দেশপ্রেমী আজ এতটাই চুপ মনে হবে আছে কবরে;
স্যাকুলার মোরা ঝামেলায় ভীতু কোমল মাংসে গড়া,
দেশপ্রেমী হয়ে কিছু কথা বলে জীবনে আনব খরা ?
দেশপ্রেমী মোরা দেশের কীর্তন যেখানে সেখানে গাই,
দেশের জন্য প্রান দিতে হলে লেজ গুটিয়ে পালাই;
স্যাকুলার মোরা শক্তি ও অনেক দেহের মধ্যে চাপা-
অপচয় করি লোক দেখানো কাজে ছবি যদি হয় ছাপা ।
অন্যায় করে ও সমর্থন পায় রক্তের জোর অনেক,
শিথিল হয়েছে বাকি সব রক্ত প্রতিবাদী মাত্র কয়েক;
স্যাকুলার মোরা হোক না এদেশ পাকিস্তান বা খণ্ড খণ্ড,
ঘরে বসে খবর দেখে রেগে বলে দেব ওঁরা মহা ভণ্ড ।
উঁচু কলেজের ছাত্র ওঁরা সুউচ্চ চিন্তা দেশের কত যত্ন,
কত বেশি শেখে বড় বড় গুরু ওঁরাই ভারত রত্ন;
স্যাকুলার মোরা সাধারন শিক্ষা অতি সাধারন গুরু,
জ্ঞানদেবে দেশপ্রেম-বানী মোটা চোখে কুচকাবে ভুরু ।
আজ যদি ওঁরা ক্ষমা পেয়ে যায় ক্ষমাশীলদের কাছে,
ওঁদের প্রতিটি ঘামেতে জন্মাবে লক্ষ দেশদ্রোহী পাছে;
স্যাকুলার মোরা কত চুপ রহি দেহ-প্রান আজ সংকটে-
জেগে ওঠো আজ ভিতু ভারত নাহলে শরীর দেবে ছিঁড়ে-কেটে ।
ওরা যদি আজ উঁচু বুকে ঘুরে ভারত মাতার মাটিতে,
ভারত মাতার সুপুরুষ সব মরুক না দুবে জলেতে ;
স্যাকুলার মোরা এত বেশি যে মরন মোদের আসন্ন,
দেশদ্রোহী একে একে বেড়ে করবে সব ছিন্ন ভিন্ন ।
ওঁরা যদি আজ বেচে যায় এই অপরাধ করে শেসে,
বাকিদের বাচা দুস্কর হবে শান্তির নিস্বাসে;
স্যাকুলার মোরা ভিতু বলে কি তবে সয়ে যাব অন্যায়?
জেগে উঠে কর রাক্ষস বধ নাহলে ভারত রক্ষন দায় । ।