পরিত্যক্ত ভাঙাচোরা মহলের দরজা-জানালার মত
ঘুণ ধরেছে সর্বত্র মনের কোণে কোণে
অন্তরালে বাসা বেধেছে সন্দেহের ঘুণপোকাদের দল
ক্রমাগত কামড়ে ছিন্নভিন্ন ও দিশাহারা অন্দরমহল।
সন্দেহের তীব্রতায় জন্মেছে মানসিক যন্ত্রণা
মনের মাঝে বয়ে চলছে বিশাল ঝড়
নিবারণের উপায় কি জানা নেই
ভাঙা দরজা, তবুও অপেক্ষায় এক ছোট্ট আলতো টোকার।
উদাসীর বাদল ছেয়েছিল মনের কোণে কোণে
ভেবেছিলাম অঝোরে ঝরবে বিরহধারা এই শ্রাবণে
এই তো গত রাতেও উদাস ছিল মন
সামান্য মলম প্রলেপের প্রচেষ্টার মাঝেই
নেমে এলো গহীন সন্ধ্যা পরম প্রশান্তি নিয়ে।
তবুও সন্দেহের কাঁটা বিঁধে বুকের মাঝে
তুমি শুধু যে আমার,বিশ্বাস করি মনে প্রাণে
কিন্তু অন্য কারো ভালবাসার মায়াজালে আবদ্ধ হবে না তুমি
ভাঙা হৃদয়কে এ ভরসা দেবে কে?