যারে ভালবাসি
যারে নিজের মনে করি
যারে মন আপন করে নেয়
যার জন্য মন ছটপট করে
যারে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করি
সেই  চলে যায় কাঁদিয়ে একদিন
সেই চলে যায় অনেক দূরে
জীবনের চিরসত্যিকে মনে করিয়ে দিয়ে।

যাকে ভালোবাসি তাকে কাছে পেতে চাই না
যাকে কাছে পেয়েছি তাকে ভালোবাসতে ইচ্ছে করে না
ভালোবাসলেই তো হারানোর ভয়
নিজেকে কুঁড়ে কুঁড়ে খায় ।

আমি তো এক তুচ্ছ মানব
ভালবাসার কাঙাল
জেনেও করি এই ভুল বারবার
আর মনে মনে বলি
বলি এটাই শেষ ভুল
ভালোবাসবো না আর।।


কপিরাইট ©এম ওয়াসিক আলি
সিংতাম, সিক্কিম ।