তপ্ত মরুভূমি প্রান্তরে ঝিরঝিরে বৃষ্টির ফোয়ারা
জাহাজের মুখে চওড়া এবড়ো-খেবড়ো হাসি
পরিষ্কার আকাশ, সমবেত সাদা মেঘেদের দল
বেদুইন একটু অবাক,আবহের আকস্মিক পরিবর্তনে।
কালো ধোঁয়াশায় ওষ্ঠাগত ছিল প্রাণ
জোয়ার ভাঁটার ফাঁদে আটকে ছোট্ট ছোট্ট খুশি
ভাঙা মন,অনেক উথাল পাথালের নীরব সাক্ষী
হাঁসফাঁস করে একটু টাটকা স্বাসের জন্য।
শুষ্ক বাতাসে ভেসে বেড়ায় অগুনিত কাঁটা
পিপাসিত এক এক বিন্দু রক্তের জন্যে
তবুও অতৃপ্তিতে ভোগে
রক্তের স্বাদে কেমন যেন মিষ্টির ভাব!
হ্যাঁ, হরপা বানে ছিন্নভিন্ন হৃদয়।।
নিকষ কালো কুক্ষণগুলোকে
অনেকটাই পেছনে ফেলে এগিয়েছে শক্ত মন
ঘুঁচে গেছে মাঝের দুরত্ব একটু একটু করে,
নিপুণ হাতে চিত্রিত
অতি সাধারণ রূপরঙের সেই মানস কন্যা
প্রায় দেখা দেয় শেষ রাতের স্বপ্নে।
সম্পর্কের সমস্ত বেড়াজাল ছিন্নভিন্ন করে
এক এক করে খুলে যায় জীবনের বন্ধ পাতাগুলো
বসন্তের আগমণের পথে আঁখি বিছিয়ে
সব লজ্জা শরম, এক পলকে ঝেড়ে ফেলে,
পরস্পরের হাতজোড়া মজবুত করে ধরে
দুটি মন লাগিয়েছে ভালোবাসার মোহর,
পুনরায় সজ্ঞানে।।