ভাগ্যের আগে
এগিয়ে যাওয়ার প্রবল চেষ্টা
শুধু কল্পনা ছিল
অদম্য ইচ্ছে ছিল
সাহস ছিল এক আকাশ ভরা
বিশ্বাস ছিল, ছিল দৃঢ় সংকল্পও
কিন্তু,
ছিল না শুধু সামান্য হলেও কিছুটা সময়।
না, আর এগোনো যায় নি।
পেছনে ফেলে আসা ক্ষণগুলো
এখনও জানতে চাই,
এড়িয়ে গিয়েছি অতি সুকৌশলে
প্রশ্ন তো করেছে অনেকেই
সদুত্তরও দেব ভেবেছি, কিন্তু সাহসে কুলোয় নি।
হাতের রেখা বদলানোর প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে
কিন্তু জানা নেই বদলেছে কিনা?
আমি এক নগণ্য রচনা ঈশ্বরের
অস্তিত্ব এখনও মিটে যায় নি
ভাগ্য নির্ধারণ করেছেন ঈশ্বর
আর
আমি বুদ্ধিভ্রষ্ট
বিরোধিতায় নাম লিখেছি।
প্রয়াস করার নিত্য পাঠ শিখেছি
কিন্তু ভাগ্যের চাকা ঘোরানোর বৃথা চেষ্টা করেছি
না আর কোনও কিন্তু নয়
ভাগ্যের আগেও, সামনের পথ খোলা
আরও এক পথ,পরিশ্রমের,
কঠোর অধ্যবসায়ের
দেখায় যাক না সে পথ একটু পরীক্ষা নিরীক্ষা করে।