আবর্জনার ঢিবিগুলোর আর্তনাদের মাঝে
মধ্য রাতে ধিকধিক লাভা জ্বলে
রাতের আঁধারে পেঁচার বিচরণ থেমে গেছে সেই কবেই
হা হুতাশ করে লাভ কি?
দরজার পাল্লা-দুটো হাট করে খুলে গেল,
ভেতরটা বেশ কনকনে ঠাণ্ডা।
সব ধরাছোঁয়ার বাইরে বোহেমিয়ান জীবনের খুঁটিগুলো
কালচের ছোঁয়া সিগারেটের সাদা ধোঁয়ায়
চারদিক সিল করা 'ফ্রেশ মীট, হেলদী এন্ড টেস্টি'
গন্ধও সব এক, মিলেমিশে একাকার।
প্রসেসিং প্ল্যান্টের ফ্রেশ মীট ,
দাম একটু বেশি আর কি!!
কিন্তু গ্যারান্টি যে শত প্রতিশত!!