যার নেই কোনও উত্তর
তারেই কি প্রশ্ন বলা যায়?
সকালের কোমল তাপে কঙ্কাল মন কিড়মিড় করে,
আজকাল মনটি বড্ড খারাপ, একদমই বশে নেই
কিন্তু আমি উদাস!
এমন প্রশংসাই বা করে কে?
দাঁড়াও কিছু কথা আছে, শুনে যেও  
“না আছে কিছু আশ বাকি-খোঁজার
“না আছে আশ কিছু পাবার  
না আছে কোন ক্ষতিরও ভয়”  
তবুও কেন নিন্দুকেরা বলে মনটি উদাস!!
তারাই বা কে, একথা বলার?
কেই বা দিয়েছে তাদের অধিকার ?

মনে রেখ এখনও ভাঁড়ারে আছে অল্প শ্বাস,
আর শরীরে বহমান রক্তের তাপ
বলার জন্য আছে পাতা পাতা ভর্তি স্মৃতিমালা।  

মনে রেখো আমিও জানি ইতিহাস
ভাগ্যের পরিহাস, কুরুক্ষেত্রের ময়দান
রথের চাকা, দ্রৌপদীর খোলা চুল।
  
চুরচুর হতে দেখেছি বীরের পরাক্রম,
রণক্ষেত্রে কাপুরুষতার নিদর্শন,
সবকিছুই অজুহাত, ঠুনকো গর্ব আর মিথ্যার আস্ফালন।

বয়েই চলেছি সেই অনন্তকাল ধরে
এখনও একটু স্থিরতার জন্য
কিন্তু কপালের লেখন খণ্ডাবে কে?

মিথ্যার অন্তরীক্ষে ঘুরপাক খাচ্ছে
আগামীর বিনাশের গাথা
আশ্চর্য সকলেরই বুদ্ধিতে শক্তপোক্ত তালা
ভুলে গেছে সব অতীত,
সামনে শুধুই চঞ্চলা বর্তমান।

আশার পাহাড় টুকরো টুকরো কেটে
ছোট্ট ছোট্ট আশা তালুতে পুরে
ফিরে আসার বাসনা এখনও অটল  
নিশ্চিত ফিরে আসবো একদিন নবরূপে।  

তবুও আমি উদাস!!
বলে কে!! মূর্খ নাকি?
পারবে কি রক্ষা করতে এই বিশ্বকে?
পারবে কি বুনতে নতুন স্বপ্ন?
সমানতার,ঐকের,একতার!!
আমি সে পথেই হেটে চলেছি নিরন্তর...