নীরবে দু'পা ফেলে এগোবে ভেবেছি
একলা গহীন নিশিতে
পথে পড়ে অনাদরে অনেক শিউলি,
স্বর্ণালী, শেফালি, বনলতা আর সেজুতি।
কে বলে আমি একলা?
দূরে ওই কালো আকাশে
অপেক্ষায় রয়েছে নক্ষত্র আর তারাদের দল
হয়তো আগাম আঁচ পেয়েছে
নিশ্চুপে উঁকি দিছে আমার বেদনার সাজে।
আকুল হিয়া,প্রতিক্ষার প্রহর গুনে গুনে,
ছোটে অচেনা তটে, অনন্ত দিগন্তে
সামনে শুধু নিকষ আঁধার আর
ঊর্ধে রাতের ঝিকিমিকি আকাশ,
তারই মাঝে খেলায় মগ্ন গুটিকতক জোনাকির দল।
হয়েছি বিবাগী ও অভিমানী
লেপেছি কালিমা হৃদয়ের সমুখে
নিশিদিন খুঁজছে তোমায় অক্ষিযুগল,
আবারও হয়তো দেখা হবে
অচীন গাঁয়ের কোন এক পরিচিত বৃক্ষের তলে
আঁচলে ভরে ছিন্ন ভিন্ন
পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে।