লক্ষ লক্ষ তারার ভিড়ে জোনাকির উপস্থিতি
তার মৃদু আলোয় ছুঁয়ে যায় অনেক বিলীন ক্ষণ
কোকিল ডাকা বসন্তের প্রথম ভোরে
আলুথালু মলিন সাজে দেখেছি তোমায়
নূপুর পায়ে, রেলিংয়ের বুক চেপে
প্রাণপণে লুকোতে হাজারো কষ্ট।
বিগত দিনে বয়ে গেছে অনেক দখিনা বাতাস
হৃদয়ের খোলা জানালা দিয়ে
খালি শহরের বুকে হাজারো ক্লান্ত ধ্বনি
আঁধারের কালো সে দিনগুলো গেছে কেটে।
দুপাশের শত বাধা হাসিমুখে সরিয়ে
ভালোবাসার রুটিতে মাখিয়ে নেব বলে
ছদ্মবেশে এসেছি শিউলির ঘ্রাণ নিতে,
শূন্য মনে সাজিয়েছি ভালবাসার রসে ভেজা স্নিগ্ধ সকাল।
বহুকাল চলেছি পরিবর্তনের বিপরীতে
এখন শুধু বন্ধ দরজা খোলার অপেক্ষায়
রুপোলি ঝিকমিকে পথে বিছানো মখমলের চাদর
একটা আস্ত বিকেল তুলে রাখবো তোমার জন্যে
মন থেকে সরিয়ে রাখবো অনেক কালো মেঘ
আর কাতর নয়নে নিবেদন শুধু একপশলা বৃষ্টি
এখনও যে অপমৃত্য হয়নি ভালোবাসার রূপকথার
অনেক ভালবাসা জমিয়ে রেখেছি তোমার জন্যে।