অনেক যুগ অতিবাহিত হল আজি
এখনও তোমার আগমনের আশায় আঁখি
তুমি আসবে বলে বিনিদ্র কেটেছে অগুনিত রজনী
অনন্তহীন অপেক্ষায় এখনও ক্লান্ত হয়নি সে আঁখিজোড়া
এখনও পড়েনি পুরু কালির স্তর দুচোখ তলে।
ধরেছে পাক মাথাভর্তি কালো চুলে
খোঁচা খোঁচা সাদা দাড়ি গজেছে দু-গাল ভরে
নাখের উপর পড়েছে পুরু চশমার মোটা দাগ
টানটান চামড়ায় এখন খাঁজ খাঁজ ভাঁজ
তবুও হৃদয় অনন্তহীন অপেক্ষায়।
রেখেছি বন্ধ আজও হৃদয়ের সব দরজাগুলো
আসেনি কোনও সুনিপুনা সে হৃদয় সাম্রাজ্যে
স্বপ্নের সাজানো ঘরের আঙিনায়
না, এখনো পড়েনি কোনও পদচিহ্ন
লাগেনি কালির ছোয়া মাটির উনুনে
সারাটি ঘর জুড়ে শুধুই ধুলোর আস্তরণ
চারিদিকে শুধু অগোছালোর মেলা
শুধুই তোমারই অপেক্ষায়।
স্বপ্নের মাঝে তবুও কেন কর
অবিশ্বাসের সব আজগুবি প্রশ্নগুলো
কেন চাও কঠিন অগ্নিপরীক্ষা বারবার
বিশ্বাস কর না বুঝি।
তোমার আগমনের খুশীতে
হৃদয়ের সদর দরজাতে এখন বিছানো
মখমলের তুলতুলে কালীনখানি
আর অনন্ত প্রতীক্ষায় নমনীয় আঁখিজোড়া
এখনও মেলে প্রসারিত বাহু দূর বহুদুর পর্যন্ত
তবে কেন বল ওগো সুশোভনা
তোমার আগমনের প্রতীক্ষা করিনি
তবুও কেন?