একজন ধর্ষিতা
একজন সচ্চরিত্রা
একজন অত্যাচারিত
একজন নিরপরাধ
একজন ন্যায়বান
একজন সত্যবাদী
যদিও বা সকলেই সর্বগুণান্বিত
নিজ নিজ গুনের লালিমার লালিমযে
তবুও তাঁরা হলেন সমান দোষী
অন্ধ সমাজের রঁজিত রঙিন দৃষ্টিতে।
একজন অন্ধের চোখের সামনে
শুধুই নিকষ কালোর গহীন অন্ধকার
তবুও জীবন যুদ্ধে সে কয়েক কদম এগিয়ে।
একজন অজ্ঞের চোখের সামনেও
অনেক কিছুই ঘটে যায় অহরহ
বোধগম্যের অভাবে অধরাই থেকে যায়।
একজন বিজ্ঞের সব কিছুই খোলা
চোখ, নাক, কান তবুও সে অন্ধ,
অন্ধ সে জ্ঞানের অহংকারে
অন্ধ সে বুদ্ধির সঠিক প্রয়োগে
অন্ধ সে চাটুকারিতার মোহে
অন্ধ সে নিরন্তর নিজ স্বার্থের সিদ্ধি লাভের লোভে।
যদি সমাজে সকলেই
অন্ধ হয় নিজ নিজ দৃষ্টিকোণে
তবে সে সমাজ ব্যবস্থায় পরিবর্তন সম্ভব কেমনে?
যদি পরিবর্তনই না আসে চিন্তাধারায়
তবে আলো আর আঁধারের মাঝের
তফাৎ গড়বে কে?