অন্ধ জীবনে এসেছিল
ক্ষীণ আশার আলো
মরুভূমির মরীচিকা মাড়িয়ে
তখন ঠিক ভর দুপুর
সূর্য সেজেছিল প্রখর সোনালী আভুষণে।
দূরে এক তৃষ্ণার্ত চড়ুই খুঁজছিল ফন্দিফিকির
কুঁজো কলসির জলপানে।
ধীরে ধীরে সূর্য অস্তগামী পচ্চিমের আকাশে
নিস্তেজ হচ্ছিল তার দর্প।
সন্ধ্যার মুখেই অশুভ পাখিটি ডেকে উঠেছিল
বিপদের আশংকা প্রকাশ করেছিল বিজ্ঞগণ।
সন্ধ্যা রজনীর ফুলের নিষিদ্ধ গন্ধে
মম আবেশিত হৃদয়
খুঁজে বেড়ায় পুরনো দিনের স্মৃতি।
ভরসন্ধ্যায় তোলপাড় ক্লান্ত আঁখি
নয়ন-জুড়ে শুধু ঘুমের ঘোর
আধো আধো ঘুমের মাঝে দেখা স্বপ্নে
কল্পনায় দুটি হাত এগিয়ে আসে
দুহাত ভরে আলোক রশ্মি
আর অল্প একটু কোমল পরশের ছোঁয়া
তবুও পিপাসিত মন...।