ভাঙা পুরনো সেই বেঞ্চখানিতে বসে
আনমনে দূর আকাশ পানে চেয়েছিলে
নাকি অভিমানে মুখ ফিরেছিলে অন্যদিকে
ক্ষণিকের যাত্রার বিরাম শেষে
লম্বা হুইশেল দিয়ে ট্রেন খানি
ধীরে ধীরে এগিয়ে যায় গন্তব্য পানে
আশা করেছিলাম এক ছোট্ট হাসি ঠোঁটের মাঝে
কিন্তু শেষবেলায় বিষণ্ণ হৃদয়ে গেঁথে গেল শুধু অশ্রুধারা।
চলন্ত ট্রেনের জানালার ফাঁক দিয়ে
মগনে চেয়ে রই তোমার দিকে
চেয়ে চেয়ে অনেকক্ষণ ধরে
শুধুই চেয়েই রয়ে গেলাম শেষ পর্যন্ত
ক্ষান্ত এখনো হয়নি নয়নজোড়া
শান্ত হয়নি দু-চোখের পাতাগুলি
দেখে দেখে ভরেনি হৃদয়খানি
এতো অল্প সময়ে দুচোখ ভরে
কতই বা আর যায় দেখা
তবুও চেয়ে আছি।