তারপরেও যদি আসে অসময়ের বৃষ্টি
সিঁদুরি মেঘের বুক চিরে?
ইচ্ছেরা কি এখনও
ভেসে যায় দুরের উজানে,
নগ্ন পায়ে হেঁটেছি কতদিন
ছুঁয়েছি কিনারার নোনাজল
কিছু মিষ্টি, সোনালী ক্ষণ
এখনও তালু-বন্দী, সযত্নে।
ভাবছি ভিজবো কিনা
শুধু, একলা আমি
অসমাপ্ত বর্ষণের শেষ পশলায়।
আর জ্বলে না সাঁঝের তারা
সাথী কেবলই রাতের প্রহর
আর এক প্রশ্নচিহ্ন
ড্যাবড্যাবে তাকিয়ে থাকে,
বড্ড মায়া লাগে।