সযত্নে, অত্যন্ত সহজ সরল ভাবে
বলেছিল সে তার মনের কথাগুলো
কিন্তু তার বলা কথাগুলোর মাঝে
শুনেছিলাম শুধু নিজ হৃদয়ের কথাগুলো।
অতিক্রান্ত আজ কয়েকযুগ
বার্ধক্যের ছোঁয়া লেগেছে শরীর ও মনে
তবুও আজ তার বলা কথাগুলোর মাঝে
নিজের শোনা কথাগুলো নিরন্তর খুঁজে বেড়ায়।