1।
অগুনিত এলোমেলো,
দিশাহীন অলীক-স্বপ্ন
নিত্য ঘোরাফেরা করে
ক্লান্ত অক্ষিযুগলে।
প্রণয়িনীর চুপিসার আগমণে
জুড়াবে হৃদয়ের সে উত্তাপ
শীতলতার মৃদু বাতাসে।।

2।
অবুঝ আত্মাকে
শক্ত বেড়ির বাঁধনে
বাঁধার শত শত
নিরলস প্রয়াস
অব্যাহত আজও।
তবুও দিব্যি-অনায়াসে
পাশ কাটিয়ে চলে যায়,
সম্পর্কের কিছু ঝোড়ো বাতাস
নিঃশব্দে - নিঃশ্চুপে ।।