আশ্চর্য গতকাল শেষ রাতে স্বপ্নে দেখলাম তারে
স্মৃতির পাতা হাতড়ে মনে করতে পারছি না
শেষ দেখা হয়েছিল কবে ?
তবে প্রায় এক দশক আগেই হবে।
আজ আবারও দেখলাম তারে,
কিন্তু স্বপ্নে,
হঠাৎ করেই সামনা-সামনি দেখা হয়েছিল
গোধূলি লগ্নের শেষ আলোতে,
সেই সিঁড়ির পরিচিত বাঁকে।
বার্ধক্যের আঁচ আশা করেছিলাম
কিন্তু আজও অবিকল সেই একরকম আছ তুমি।
সেই লাবণ্যময়ী, লাস্যময়ী, মৃগালিনী চঞ্চলা
স্বপ্নে কি বয়স চিরস্থির থাকে দীঘির জলের মত?
হারানো অনুভূতিগুলো আবার ফিরে পেল প্রাণ
অসমাপ্ত ঘুমের মাঝেই তোলপাড় করে উঠে বুকের ভেতর
সুনামির ন্যায় এক প্রবল ঢেউ
বারবার আঘাত করে হৃদে
মনে হয় এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ না হয়ে যায়!
শিথীল হয়ে আসে হাত-পা ও শরীর
গলার কাছে এসে না-বলা কথাগুলো
দলা পাকিয়ে রয় নীরবে
চোখদুটো নিঃস্পলোকে চেয়ে রয় একদৃষ্টে
ছোট্ট এক আশা নিয়ে
হয়তো চোখের ভাষাটা পড়ে ফেলবে চটপট
বড়ই চেনা চেনা এই অনুভূতি
শিউরে উঠি ঘুমের মাঝেই।
কাতর প্রার্থনা,
না-বলে স্বপ্নে আর এসো না এভাবে
স্বপ্ন ভাঙ্গার যে বড়ো যন্ত্রণা
তুমি কি বুঝবে?
বোধহয় তুমিও বোঝ সেটা খুব ভালভাবে
তাই না ?