#সূচিপত্র
দিনের শেষে বনানী উল্লাস
আলাপি সন্ধ্যা ব্যস্ত হিসেবের খাতায়
রোদ চশমাটা কিছু আগেই খুলে ফেলে
হেলিকপ্টারের মত উড়তে থাকে সোনালী গাংফড়িং
মায়াবী আকাশে আফতাবের লীলা শুরুর কিঞ্চিৎ দের!
অনেক কথাই নেই রাতের সূচিপত্রে
মোমের ফোঁটায় কুঁচকে যাওয়া কোমল ত্বকের অলেখ বেদনা
নির্লোম নতুন শরীরে না বহা নতুন রক্তের স্রোত
দূর থেকে ভেসে আসা মৌতাত গন্ধের ইতিকথা
শ্রাবণের শেষে বেহায়া মেঘগুলোর বন্ধুত্বের গাথা
ভাঙা পৌষমেলায় গভীর রাতে বাউলের ব্যাথা
শুরু থেকে শেষ, জীবনের চার অধ্যায়।
অনেক কথাই নেই সূচিপত্রে।।