কপালে আলতো ছোঁয়ার পরশে
বন্ধ হয়ে আসে দু-চোখের পাতাগুলো
ধীরে ধীরে হারিয়ে যায় অতন্দ্র ঘুমের দেশে
চোখের মাঝে নিমিষে নেমে আসে শুধু ঘুম আর ঘুম
একি স্বপ্ন না মিথ্যার মোহজাল,
ভালবাসার স্পর্শের অনুভূতি না মৃদু বাতাসের ছোঁয়া মাত্র।
স্বপ্নের মাঝে ভেসে ওঠে এক সাজানো বাগান
পশুপাখির ডাকে মুখরিত সে মলয়
বয়ে যায় ঠাণ্ডা ঠাণ্ডা শিরশিরে মৃদু বাতাস
সে বাতাসে কে যেন ঢেলেছে এক ফোঁটা কস্তূরীর রস
শিহরণ জাগে মনে, গায়ে দেয় কাঁটা।
ফুলে ফুলে মধুপানের নেশা ভুলে
অবাক নয়নে চেয়ে রই মৌমাছির দল
প্রজাপতিগুলো ভুলেছে তাদের স্বপ্নের উড়ান
দূরে ওই যূথী বনেও এসেছে খুশির জোয়ার
দলবেঁধে সেখানে নৃত্যে মগন ফুলের দল
কিছু দূরে খেলায় মগ্ন ভ্রূক্ষেপহীন পাখিদের দল।
আবেশিত নয়নজুড়ানো এহেন স্বর্গীয় দৃশ্যে
অদ্ভুত প্রশান্তির ছায়া হৃদয় কোণে
তবুও এক প্রশ্ন জাগে মনের অলিন্দে বারংবার
কে গেল মাখিয়ে চুপিচুপি, নিশ্চুপে আলতো ছোঁয়ার পরশ?
আমার স্বপ্নের রাজকন্যা না আলতো মৃদু বাতাস
জানতে খুব ইচ্ছে করে।