ওগো অপরূপা
কেন ফুঁ দাও সুপ্ত ধোঁয়ায়
কেন খেলা করো জ্বলন্ত আগুন নিয়ে
কেন করো বৃথা অনুরোধ বারবার
কেন শুনতে চাও
হৃদয় ভাঙা গড়ার বিদারক কাহিনী
সেদিনও তো করেছি প্রত্যাখ্যান মৃদু হেসে
তবুও? অবুঝ নাকি না মজা লাগে।
প্রতিক্ষণের গৃহযুদ্ধে জর্জরিত মনের প্রান্তর
অক্টোপাশের বেড়াজালে আবদ্ধ হৃদয়
কথাগুলো শোনাবো কিনা ভাবতে দাও
সে ভাঙাগড়ার কিসসা অপূর্ণ হবে
তোমার উল্লেখ ছাড়া ।
পারবে কি অপরূপা তুমি
সত্য কথাগুলোর সম্মুখীন হতে
না শুনতে চাও
মিথ্যার চাদরে ঢাকা কল্পিত রূপকথা
ভেবে দেখো।