ভগ্ন হৃদয়ে এসেছো বিদায় নিতে
চলেই তো যাবে চিরতরে
কিন্তু যাওয়ার আগে
সত্য জানাটাও কি জরুরি ছিল না?
ভেঙে চুরচুর,
স্বপ্নের সুসজ্জিত সাজানো বাগান
ছুটে যায় মন দূর বহুদূর
চুপিচুপি পিছু নেয় কিছু কিছু স্বপনের দল
ভুলানোর প্রচেষ্টায় থাকি অবিরাম
তবুও ভেসে উঠে কিছু কথা বন্ধ চোখের মাঝে।
চলেই তো গেলে
কিন্তু সত্যের সম্মুখীন হলে না।