উজান তুফানের ঝুঁকি থেকে বাঁচতে
সুবিস্তৃত উঁচু উঁচু প্রাচীর তুলেছি
অশান্ত মন সমুদ্রের চারিপাশে
শুধুমাত্র নিজেকে বাঁচানোর আশে।
ভীত ছিলাম আগমনের দুঃসংবাদে
প্রতিহত করার বিন্দুমাত্র চেষ্টাও করিনি,
ভাবিনিও।
কিন্তু, কোথায় তুফান?
আগমনেরও নেই কোনও সঙ্কেত,
দূর থেকে দুরন্ত পর্যন্ত,
নেই কোনও পূর্বলক্ষণও
আফসোস,
লম্বা দীর্ঘশ্বাস ছাড়া গতি নেই
হঠকারিতার, বাস্তব অভিজ্ঞতার অভাবে
বঞ্চিত বিশুদ্ধ তাজাতরিন বাতাসের সুবাসে।
যৌবন পেরিয়ে বার্ধক্যের সমীপে উপনীত
পেছনে ফিরে দেখি বার বার
একটি খুবই পরিচিত কাহিনী মনে পড়ে ,
এক মূর্খ খরগোসের কাহিনী
আসমান ভেঙে পড়ার ভয়ে
বিচলিত, চঞ্চল ও ভয়ভীত ছিল সে
অযথা ছুটোছুটিতে বিপন্ন তার প্রাণ
মূর্খের পরিচয় গোপন থাকেনি,
ঠিক হত যদি অনুসন্ধান আর অন্বেষণ করেই
মুশকিলের সম্মুখীন হত দৃঢ়তার সাথে
সত্যি,
মনের ভিতরের তুফান হোক বা বাহিরের তুফান
শান্ত ও স্থির থাকা
সহযোগিতা করা, সহযোগিতা কামনা করা
বিবেকের সাথে চলা
আর একটু প্রচেষ্টা, ক্ষুদ্র চেষ্টা
তবেই তো রচিত হবে ইতিহাস
এক অনন্য দৃষ্টান্ত মূলক উদাহরণ।
তুফানের সামনা-সামনি মুকাবিলা করতে
দেখেছি অনেকেরই
কেউ বা হেরেছে, কেউ বা জিতেছে
কেউ বা দৃঢ়প্রতিজ্ঞ অন্তিম শ্বাস পর্যন্ত লড়েছে
জয়ী কে?
যেই প্রতিকূলতার সঙ্গে লড়েছে সেই অজয়
যে এগিয়েই চলেছে নিরন্তর সেই অজয়
যে অন্যরে জীবন দান করে সেই অজয়।