ছিন্নভিন্ন রচয়িতার অমূল্য রচনা
নিক্ষিপ্ত কোনও সুবিশাল উঁচু স্তূপের ভিড়ে
ঘুড়ির লাটাইয়ের মতই
ছোট্ট ছোট্ট ক্ষণগুলো ধরে রাখার
নিরন্তর প্ৰচেষ্টা বিফলে গেছে
সময়-নদীর প্রবাহের সাথে বহে গেছে অন্তিম স্মৃতি
এখন কি করি, অক্ষেপ না হাহুতাশ?
বহে যাব কি অনুকূল প্রবাহের সাথে ?
না ঝুলন্ত শিকড় আঁকড়ে
প্রাণপণ সাঁতরে এগিয়ে যাব প্রতিকূলে
ফিরে যাব পেছনে, প্রতিকূল দিশায়
আঁকড়ে ধরে রাখবো হারানো পলগুলো
ঠিক বুকের মাঝে অদম্য শক্তিতে।
অসম্ভব, কদাচ না...
জীবনের অপর নাম বহমান
অবিরাম এগিয়ে চলার নামই জীবন
যা রয়ে গেছে পেছনে সব অতীত
সামনে নতুন, সাদরে বরণই শ্রেয়,
জানি, সেও একদিন সামিল হবে অতীতে
তবে কেন ভয়?
কিসের ভয়?
হারানোর ভয় না কি নতুনকে বরণের ভয়?
কিছু অসাধ্য সাধনের আশে
মিথ্যার উজালা ছড়িয়ে জীবনে
মহানতা অর্জনের মিথ্যা আশ পূর্ণ হয়নি কখনো
আমার ইচ্ছে?
বাস্তব না মিথ্যার আশ্রয়?
এখনও অস্পষ্ট
মিথ্যার দাসত্বের গহীন আঁধারে ডুবে
লক্ষভ্রষ্ট দিশাহীন জীবন
ঘুরছে বৃত্তাকারে ভ্রান্ত পথিকের ন্যায়
সামনে সমান্তরাল দুটি দিশা
এগিয়ে গেছে নিজ নিজ গন্তব্যে
আর জীবন ঘুরছে এক বিন্দুর চক্রাকারে
উদ্দেশ্য সফল হবে কি?