সম্পর্কটা ঠিক যেন কি?
এর যুতসই ব্যাখ্যাই বা কি?
ভাবছি শুরুটা ঠিক কি ভাবে করা যায়!!
অতি সামান্য এক তুচ্ছ বিষয়
কিন্তু ভাবতে ভাবতে মাথার মধ্যিখানে
বেশ বড়সড় হুলুস্থুলু বেঁধে যায়।
সম্পর্কের কথা মাথায় এলেই
অল্প কিছু সমার্থক শব্দরা ভিড় করে
যেমন আন্তঃসম্পর্ক কিংবা কুটুম্বিতা
সম্পর্ক সত্যি কি তাই?
মাঝে মাঝে মনে হয় কি যে ভুলভাল ভাবি?
ভয় করে কিন্তু বলতে দ্বিধা নেই
সম্পর্ক ঠিক যেন ঘুড়ির মতোই
মুক্ত বাতাসে পতপত করে উড়ে বেড়ায়
তার যতটা মন চাই, ঠিক ততটাই।
কিন্তু রাশ যেন নিজের হাতেই থাকে
রাশ একটু আলগা হয়েছে আর কি!!
পলকে ঝপকে সম্পর্ক যেন
জ্ঞানগর্ম-হারা, নিয়ন্ত্রণ-হীন পাগলা ষাঁড়।
এলমেলোহীন, বাতাসের চতুর্দিকে উড়ে যায়
হালকা খোঁচাই ছিন্ন ভিন্ন জীবনের সব বাঁধন
মন গিটারের সুরে সহজেই ছন্দপতন।
হাত মলে আফসোস করাও উপায় নেই
শুষ্ক নয়নজোড়া শুধু ছুটে বেড়ায় এদিক আর ওদিক
দৃষ্টি কখনো খালি হাতের দিকে
আর কখনো বা শূন্য গগনে।