সম্পর্কের জটিল সূত্র
আটকে যায় বৃত্তের পরিধিতে
নগ্ন জোছনা গড়াগড়ি খায় উঠোনে
যৌবনের শীত ঘুম এখনও ভাঙেনি।
একগুচ্ছ প্রশ্ন সামনে রেখে
নির্জনতা তাচ্ছিল্য করে
তির্যক প্রশ্ন, অলৌকিক স্তব্ধতা
শব্দ-গুচ্ছ কাঁচুমাচু, মুখ ফিরিয়ে।
মায়াবী রঙের ছোঁয়ায়
বদলে যায় জীবনের আশ
বড় নিরুত্তাপ জীবন সন্ধ্যা
বেরঙ্গী আলোর নীতিমালা।
ফিরতি পথে সন্ধ্যা নামে অতিশীঘ্র
দূষিত রক্তে বিবর্ণ ফুসফুসের রঙ
ইলশেগুঁড়ি বৃষ্টির দিনে
বদলে যায় সব সম্পর্কের দাম।