একান্তে, নীরবে, কানে কানে
কথাগুলো বল ওগো নন্দিনী
বাতাসের শোঁ শোঁ শব্দ
কানের মাঝে গুঞ্জন করে অহরহ
যেন বাতাস তীব্র বেগে ছুটে চলেছে প্রান্তরে
তুফানের আগমন কি সন্নিকটে?
আবেগমাখা কথাগুলো, ক্ষণিকের ভুলে
শহরের কোণে কোণে ছড়ানোর আতঙ্ক
ছায়ার মত পিছু তাড়া করে
তোমার কি ভয় নেই?
পারবে কি তুফানের মুকাবলার সম্মুখীন হতে?
পারবে কি শত যাতনা সহ্য করতে?
কলরবের গুঞ্জন যে উঠবে দিকে দিকে।
কিছু গোপন কথা নীরবেই বলা ভাল
ভুল বোঝো না
তোমার ব্যক্তিগত কথাগুলোর ভয়ে ভীত নয়
ভয় লাগে যদি তোমার চরিত্রে দাগ লাগে
ভয় পাই যদি পবিত্র সম্পর্ক কালিমালিপ্ত হয়।
** প্রাতিজনিক -> ব্যক্তিগত