পবিত্র সম্পর্ক তৈরি হওয়া
আর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া এক শিল্প
নিয়ম শুধুই সুযোগ তৈরি করে
কোনও নতুন সম্পর্কের সুচনা করে না ।
একজোড়া বিবাহযোগ্য যুবক-যুবতী
এক খালি ক্যানভাসের সামনে
আর এক খালি ক্যানভাসের মত
একে অপরের পেন্টিং হওয়ার অপেক্ষায় থাকে
এক নতুন সম্পর্ক রচিত হওয়ার অপেক্ষায় থাকে
একে অপরের সাথে অটুট বন্ধনে
আবদ্ধ হওয়ার অপেক্ষায় থাকে ।