কনীনিকা নিষ্প্রাণ অন্ধকার গ্রহ নয়
নক্ষত্রের মতই  তারও আছে  নিজের আলো
সূর্যের আলোয় আলোকিত হতে হতে চাঁদটাই আজ সূর্য হয়ে গেছে
জিজ্ঞাসু চোখে আর তর সহে না
চঞ্চল হয়ে উঠেছে তার তুলি
কখন যেন প্রকট হয়েছে চাওয়া-পাওয়ার ঝুলি
স্মৃতির গভীরে নতুন ডাকের উৎস
মুহূর্তে চকচক করে উঠে ক্লান্ত চোখ দুটো
স্রোতহীন নদীতে জীবন নৌকা চলার পুনঃ-অপেক্ষায়
ভাবনার মাঝেই সচল হয়েছে অযথা চিন্তাভাবনা
এখন শুধু স্বপ্ন পূরণের পালা
অনামি সুনামির হানায় ছিন্নভিন্ন হৃদয়ে
আপাতত: জমাট বাঁধা অভিমান
ক্যানভাসের রংতুলিতে সম্পর্কের অফুরন্ত আলোর উৎস
রামধনু রঙের ছটায় দীপ্ত মন
জ্যোৎস্নার নরম আলো, অন্ধকার দূর করে নীরবে
মনের বিমূর্ত কল্পনায় শুধুই সম্পর্কের বিনি সুতোর মালা।