অজান্তেই চোখের কোণ ভিজে উঠেছিল
কেন পেলাম সাফল্য?
কিন্তু সহজেই আসেনি সে আকাঙ্খিত ফল
নিজের ডানায় ভর করে চলেছি অনেকটুকু পথ
বিশ্রামেরও অবসর ছিল না।
এক উদ্ভট খেয়াল মাথায় চেপে ছিল
ভুতের মত সেই যৌবনকাল থেকে
পাশাপাশি ছিল ইচ্ছে আর বল
তবুও মুখোমুখি হয়নি কখনও
অনেক অনিশ্চয়তা ভীড় করেছিল জীবনে
তবুও অটুট ছিল বন্ধন
সাফল্য অর্জিত হয়েছে কঠোর পরিশ্রমে।
ধীরে ধীরে অতিথিদের আগমন
কোলাহলও বাড়ছে
পেছনের সারিতে পাশাপাশি দুটি চেয়ার
অনাদরে বসে দুই ষাটোর্ধ,
গলায় আক্ষেপের সুর
"ইয়ং জেনারেশন তো ব্যস্ত মোবাইল গেম আর
ভার্চুয়াল জগতের অন্ধ প্রেমে
তাদের কথাগুলো শুনবেই বা কে?"
ভর্তি প্রেক্ষাগৃহ, ঘনঘন করতালির গুঞ্জন
অধীর আগ্রহে অপেক্ষায় সবাই
গর্ব করার যথেষ্ট কারণ আছে
তুবও বিষণ্ন মন
অতিক্রান্ত জীবনের সিংহভাগই অমূল্য সময়
ফিরে দেখি এক সুদীর্ঘ পথ হাতছানি দেয়
যৌবন থেকে বৃদ্ধাকাল পর্যন্ত।