সিরাজের সিংহাসন অনাদরে পড়ে
কাশিম বাজারের অলিতে গলিতে কি চলছে,
ষড়যন্ত্র না হত্যালীলা?
মীরজাফরের হুঁশ নেই
জগৎশেঠরা ব্যস্ত গোপনে সুড়ঙ্গ গড়নে
সন্ধ্যার আগেই দেশত্যাগ অত্যন্ত জরুরি।
ঘসেটি বেগমের মেকআপ পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগেই
এক জব্বর ষড়যন্ত্র রচিত হবে নিশ্চুপে সিরাজের অগচরে।
স্তব্দতার আড়ালে লুকিয়ে নবাবিয়ানা
খোসবাগের জরাজীর্ণ গোরস্থানে কি এখনও দরবার বসে
ইচ্ছে পূরণ হয়েছে নিশ্চিত মীরজাফরের
তবে গোঁসা কেন মুখ ফিরিয়ে?
আলিবর্দীর আত্মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে
অস্বীকার করেও লাভ নেই,
সিরাজের মৃত্যুর জন্য সেও যে সমান দায়ী ।
সদ্য সতেরোর কৈশোরের হাতে রাজ্যপাট কি মানায়?
একজন বৈরাম খানের বন্দোবস্ত কেনই বা ছিল না?
ভাগ্যবান ছিলেন বাদশাহ আকবর!!
সে ভাগ্য সিরাজের কোথায়!
মীরকাশিম ও মীরমদনের দক্ষতাও এলো না কাজে
ব্যর্থ সিরাজকে বাঁচাতে চক্রবৃহ থেকে।
পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছে নবাবের নবাবিয়ানা
মৃত্যু বরণ করেছে বাংলার শেষ নবাব
সিরাজ কিন্তু এখনও বেঁচে
আজ জন্ম নেয় হাজারো হাজারো সিরাজ
মা আমিনাদের বুক গর্ব করে।।